|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার হোসেনপুরে ৩০দিন ব্যাপী দর্জি প্রশিক্ষনের শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২০

মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্নবাসন কল্যাণ সংস্হা কতৃক আয়েজিত ৩০ দিন ব্যাপি দর্জি প্রশিক্ষনের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়। অনুষ্টানের প্রধান অতিথী ছিলেন, মোঃ সাইদুর রহমান ইবু,ডাইরেক্টর সত্তার টেডিং কো লিঃ, পৃষ্টপোষকতা খান আশরাফুল ইসলাম,(পরিচালক) প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্নবাসন কল্যাণ সংস্থা। বিশেষ অতিথী ঃ খান আনিচুর রহমান, সভাপতি) প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্নবাসন কল্যাণ সংস্থা। মিসঃ জেসমিন ইসলাম,মোঃ ফকির আসাদুজ্জামান,মোঃ মিনহাজ উদ্দিন তালুকদার, মিসঃ কহিনুর বেগম,ফারহানা আক্তার প্রমুখ। উদ্ধোধন অনুষ্টানে প্রশিক্ষনরত ছাত্র/ ছাত্রীদের মাঝে দর্জি কাজ পরিচালনার সকল শরজাম আদি সেচ্ছায় বিতারন করা হয়। আত্তকর্মে নিয়োজিত হয়ে সকলকে বেকারত্ত দুরকরে নিজেকে সাভলম্ভী করা এবং প্রতি মাসে দক্ষ প্রশিক্ষক দারা প্রশিক্ষন চালানোর দূড়প্রর্তায় পৃষ্টপোশকাতা,খান আশরাফুল ইসলাম ব্যাক্ত করেন। সর্বশেষে অনুষ্টানের সভাপতিঃ সকলের কাছে দোয়া চেয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.