|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার মেঘদাইর শ্রী শ্রী তারকব্রহ্ম নামসংকীর্তন ও মহোৎসব- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া ॥
কচুয়ায় মেঘদাইর গীতা জ্ঞান প্রদায়িনী যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী তারকব্রহ্ম নামসংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন্যবাপী ৮ম প্রহর ব্যাপী অখন্ড মেঘদাইর সরকারি বাড়ি হরি মন্দির প্রাঙ্গনে নাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেঘদাইর সরকারি বাড়ি হরি মন্দির নাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠানের সভাপতি ডা: গুরুপদ দে জুয়েল,ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ওই নাম সংকীর্ত্তন মহোৎস অনুষ্ঠানে দেশের পটুয়াখালী থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্প্রদায়,রামগঞ্জের শ্রী শ্রী রাম কানাই সম্প্রদায়,গোপালগঞ্জের শ্রী শ্রী শ্যামা মা সম্প্রদায় ও কুমিল্লার গৌর ভক্ত সম্প্রদায়ের কীর্তনীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এসময় কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.