|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে একুশ উদযাপন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া ॥
যথাযোগ্য মর্যাদায় কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিদ্যালয়ে শহীদ মিনারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ,প্রধান শিক্ষক,শিক্ষার্থী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন,প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মাও: মো: মিজানুর রহমান প্রমুখ। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবীর হোসেন, সুজন চৌধুরী,সুকদেব সাহা,শিমুল হাসান, ইউসুফ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.