|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রাজশাহীর মতিহার থানাই ৮ জুয়ারি আটক দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরো:
গোপন সংবাদের ভিওিতে এসআই/মোঃ ওয়ারেছ আলী, সঙ্গীয় কং/১২৯৩ মোঃ আব্দুল মজিদ , কং/২১২৪ মোঃ রিপন, সকলেই থানা-মতিহার মহানগর রাজশাহীগন মতিহার থানা এলাকায় সিয়েরা-৪১ ডিউটিসহ বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২০/০২/২০২০ তারিখ রাত্রী ৩.৪০ ঘটিকার সময় মতিহার থানাধীন খোজাপুর মধ্যপাড়া গ্রামস্থ মরহুম করিম মোল্লার মালিকানাধীন যুব কল্যাণ সমবায় সমিতির অফিসের ভিতর ১। মোঃ মুন্না (৩৩), পিতা- মৃত আঃ খালেক,২। মোঃ ফারুক হোসেন মুন্না (৪০), পিতা- জসিম উদ্দীন,৩। মোঃ আলম হোসেন (২৮),পিতা-মোঃ হাসান শেখ,৪। মোঃ সজিব (২২),পিতা-মোঃ মোয়াজ্জেম,৫। মোঃ স্বপন (২২),পিতা-মোঃ ছৈয়দ আলী, সর্ব সাং-খোজাপুর ৬। মোঃ শরীফুল (৩৫), পিতা- মৃত সাবান, সাং- বাজে কাজলা,৭। মোঃ জাহিদুল ইসলাম (২২),পিতা-মোঃ আলতাফ হোসেন,সাং-চরসাতবাড়িয়া,৮। মোঃ আঃ আলিম (৩৮),পিতা-মৃত নুর মোহাম্মদ,সাং-চরশ্যামপুর সর্ব থানা-মতিহার মহানগর রাজশাহীগন জুয়ারিরা তাস দিয়া জুয়া খেলিতেছে এবং হট্টোগল করিয়া জন সাধারণের বিরক্তি সৃষ্টি করিতেছিল ।তাহার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিক্তিতে তাহাদের জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করা হয় এবং তাহাদের বিরুদ্ধে মতিহার থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.