|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া মটুয়া ছাত্রলীগ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিন এশিয়ার বৃহত্তম সংঘটন নামে খ্যাত শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংঘটন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগকে তৃনমূল ভাবে সাজাতে ছাগলনাইয়া পৌরসভা পর্যায়ে ৭.৮.৯ নং ওয়ার্ড ছাত্রলীগ'র ত্রি-বার্ষিক সম্মেলন'র আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় ছাগলনাইয়া পৌর এলাকার মটুয়া গ্রামে ছাগলনাইয়া একাডেমি প্রাঙ্গঁনে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি কাজী জিয়াউল হক রুবেল'র উদ্ভোধণী অনুষ্ঠান'র মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়. ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ শাওন'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ত্রি-বার্ষিক সম্মেলনে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ'র সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আ'লীগের সভাপতি ও পৌর মেয়র এম.মোস্তফা।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগ'র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদমান মুনতাসির ফাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মিনার।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল চৌধুরী ও পৌর আ'লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে ৭.৮.৯ ওয়ার্ডে সভাপতি সম্পাদক পদে ১৩ জন প্রার্থী থেকে তাদের নিজ নিজ জীবনবৃন্তান্ত (সিভি) গ্রহন করা হয়, তারমধ্যে ৯নং ওয়ার্ডে সভাপতি পদে জামশেদ আলম ফাহিম ও সাধারণ সম্পাদক পদে মোঃ সবুজ ভুঁইয়াকে নির্বাচিত ঘোষনা করেন পৌর ছাত্রলীগ। এবং পরবর্তীতে পর্যালোচনা করে ৭ ও ৮ নং ওয়ার্ডে দায়িত্ব প্রদান করা হবে ও রাজনৈতিক, সামাজিক ভাবে অবকাঠামো অবদান রাখায় ১৩ জন গুনী ব্যাক্তিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন আয়োজকবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মুন্সি নুর হোসেন, সাইফুল ইসলাম স্বপন, মহিলা আ'লীগ সভাপতি আলেয়া বেগম মন্জু, আ'লীগ নেতা মোশারফ হোসেন, আ'লীগ যুক্তরাষ্ট্র ব্রুকলিন শাখার সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন (ছোটন), উপজেলা ছাত্রলীগ'র সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগ'র নেতা কর্মি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.