|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আমি কথা রেখেছি _________________/পাপিয়া আক্তার -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২০
আমি কথা রেখেছি............
ঠায় দাঁড়িয়ে থেকেছি পথেরই বাঁকে
শীত -গ্রীষ্ম-বর্ষায় অস্তিত্ব বিলীন
যেনো ভরাট নদীর মতো তোমার প্রতীক্ষায়
রিক্ত হস্তে অভুক্ত আমি উদভ্রান্ত হয়ে
অপেক্ষায় থেকেছি।
আজও গাড় করে কাজল পরি
জানো....প্রতিবার কাজল দেওয়ার সময়
চোখ ভরা জল উপচে পড়ে.........
খুব কষ্টে আটকে রাখি.....খুব কষ্টে......
যদি তুমি এসে দেখো কাজল লেপ্টে গেছে এই ভয়ে।
আমি কথা রেখেছি...............
প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহুর্ত
অবুঝ বালিকার মতো আমি কেবল
তোমাকেই ভালবাসি।
কথা দিয়েছিলাম,বাকী জীবন তোমার অষ্টাদশী
প্রেমিকা হয়ে কাটিয়ে দিবো।
আমি কথা রেখেছি...............
ধুলোমাখা পথের প্রতিটি ইঞ্চিতে
ঘর্মাক্ত এই শাড়িটি পরে অপেক্ষায় থেকেছি।
আজও অধরাই থেকে গেছে,
আমার বকুল ফুলের মালা।
দিনগুলো টুকরো টুকরো করে খেয়েছে
আমার বোবা শব্দগুলো তবুও.........
আমি প্রতিটিক্ষন তোমাকে খুঁজেছি উন্মত্ততায়।
আমি কথা রেখেছি................
আমি হয়ে উঠেছি তুমুল প্রেমিকা
আমি ভেঙ্গে দিয়েছি সমস্ত বিধিনিষেধ
আমি বেপরোয়া নিয়ম ভেঙ্গে করেছি পবিত্র আলিঙ্গন।
আমার কোন দুঃখ নেই.........
সহস্র সন্ধ্যা একত্রে কাটিয়ে আমাকে
এতোটুকুও বুঝতে পারোনি।
এ দুঃখ আমি বয়ে বেড়াবো আজন্মকাল।
তুমি কথা না রাখলেও,আমি কথা রেখেছি--
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.