|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদকে তবলা হারমনিয়ামসহ বিভিন্ন সামগ্রী দিলেন ইউএনও বৈশাখী বড়ুয়া- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২০
খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ থেকে : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ইউএনও বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদে দিলেন তবলা, হারমনিয়াম, আলমিরা,চেয়ারসহ নানা সামগ্রী। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব সামগ্রী বিতরন করা হয়। সাংস্কৃতিক এ সামগ্রী গ্রহন করেন হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুন্নু, সাধারন সম্পাদক গাজী সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী আশ্ররাফ দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সি মোহাম্মদ মুনির প্রমূখ। এসময় বৈশাখী বড়ুয়া বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ হাজীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করে রেখেছে। এ সংগঠনটি প্রতি বছর একুশে বই মেলার আয়োজন করে। এতে করে এদঞ্চলের মানুষের মাঝে সাংস্কৃতি চর্চা অব্যাহত থাকে। নতুন নতুন লেখক সৃষ্টিতে বিষেশ অবদান রাখে। তিনি এ সংগঠনের সফলতা কামনা করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.