|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত যাচাই বাছাই কর্মসূচি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়াঃ
২০১৯-২০ অর্থ বছরের বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত যাচাই বাছাই কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত পদ্ধিতে ভাতাভোগী যাচাই বাছাই কর্মসূচির আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে ও ইউপি সদস্য সফিউল খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: আক্তার উদ্দিন প্রধান।
এসময় ইউনিয়ন সমাজকর্মী মাফিয়া আক্তার,ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুল মান্নান, ইকবাল হোসেন, লোকমান হোসেন ভূঁইয়া, উদ্যোক্তা শাহজালাল মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.