|| ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ পৌর মেয়র ও পরিষদের চার বছর পূর্তি উপলক্ষ্যে মতবিনিময় সভা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২০
খালেকুজ্জামান শামীম:
চাদঁপুরের হাজীগঞ্জ পৌরসভার মেযর আসম মাহবুব উল অালম লিপনের চার পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি(সোমবার) বিকালে পৌর চত্বরে অায়োজিত সভায় সভাপতিত্ব করেন মেয়র মাহবুব উল অালম লিপন।

বক্তব্য রাখেন অা" লীগ নেতা হারুনুর রশিদ মুন্সী, হাজীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অাশফাকুল অালম চৌধুরি , সেক্রেটারি হায়দার ফারভেজ সুজন, প্যানেল মেয়র শুকুর অালম, উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি অালী অাশরাফ দুলাল, কলামিষ্ট মাহবুল অালম চুন্নু, অা' লীগ নেতা অানোয়ার হোসেন বতু, করনির্ধারক অাবু ইউছুব, সাংবাদিত নেতা মুন্সি মোহাম্মদ মনির, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন অাল অাজাদ, কামাল হোসেন, মনিরুজ্জামান বাবলু।
কাউন্সিলর হাবিবুর রহমান, এমরান হোসেন,অালাউদ্দিন মুন্সী,
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.