|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরের বড়াইগ্রামে বালি ভর্তি ট্রাক চাপায় কলেজছাত্র নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দের মোড় এলাকায় বালি ভর্তি ট্রাক চাপায় মামুন (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন একই উপজেলার গোপালপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে। সে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে মাষ্টার্স পাশ করে চাকরীর চেষ্টা করছিলেন।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মামুন পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে সৈয়দ মোড় এলাকায় পাবনা থেকে চান্দাইগামী একটি বালির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এতে পথচারী মামুন গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তবে ওই বাড়ির কোন সদস্য আহত বা নিহত হয়নি। ঘটনার পর থেকে ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.