|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে বাড়ির প্রবেশদ্ধার ও চলাচলের প্রতিবন্ধকতা করায় সাংবাদিক সম্মেলন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে অন্যায়ভাবে দীর্ঘদিনের বাড়ীর প্রবেশদ্বার ও আশপাশের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করার প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নূরতাজ বেগম (৬৫) নামক এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউপির ৪ নং ওয়ার্ড জয়নগর গ্রামের আবদুল গণি মজুমদার বাড়ীতে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরতাজ বেগম বলেন, দীর্ঘদিন যাবত আমার স্বামী আহছান উল্যাহ মজুমদার ও ভাসুর মরহুম মফিজুর রহমান গংদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে এবং এ বিষয়ে ফেনী জেলা জজ আদালতে একটি দেওয়ানী আপীল মামলা চলছে (মামলা নং- ২০/২০১৯)। আমার ভাসুর কন্যা তাহমিনা সুলতানা শোপা (৫৩) ঢাকা থেকে এসে মাঝে মাঝে গ্রামের বাড়ীতে অবস্থান করে। গত ২৬ জানুয়ারী সকাল ১১ টায় তাহমিনা সুলতানা শোপা বসত বাড়ীর সিমানায় প্রবেশ করে আমাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি সহ নানান ধরনের হুমকি প্রদর্শন করে।
গত কয়েকদিন যাবত বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাড়ীর চলাচলের একমাত্র পথে ফেলে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এছাড়াও চলাচলের পথে পানি দিয়েও বিঘ্নতা সৃষ্টি করে সে। গত ১০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় তাহমিনা সুলতানা শোপা অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নিয়ে আমাদের মালিকীয় ও ভোগ দখলীয় তফসিলভুক্ত জায়গায় অনধিকার প্রবেশ করে ঘটনাস্থলে থাকা বাঁশঝাড় ও অন্যান্য গাছপালা কেটে ক্ষতি সাধন করে এবং বাঁশগুলো বাড়ীর প্রবেশ পথে রেখে পথ সম্পূর্নরুপে বন্ধ করে রেখেছে এবং উক্ত কার্য্যক্রম অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে নূরতাজ বেগম আরো বলেন, তাহমিনা সুলতানা শোপা আমাদের উপর অত্যাচার অব্যাহত রেখে উল্টো আমাদের পরিবার ও আমাদের আত্মীয় স্বজনের নামে থানায় মিথ্যা ডাকাতি ও লুটের মামলার অভিযোগ দায়ের করেছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নুরতাজ বেগমের ছেলে কফিল উদ্দিন মজুমদার ও মেয়ে হাসিনা আক্তার। এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরকে অবহিত করলে তিনি গনমাধ্যমকে জানান, যে জায়গার বিষয়ে আদালতে দেওয়ানী মামলা চলছে, মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আমাদের কিছু করার ক্ষমতা নেই। তবে চলাচলের পথ বন্ধ করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.