|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য বসন্ত বরণ
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২০
খালেকুজ্জামান সামিমঃ
হাজীগঞ্জ বর্ণাঢ্য আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ভালোবাসার বসন্তভোজন’ নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এ দিন সকালে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, দুপুরে সকলের অংশগ্রহণে প্রীতিভোজন ও বিকালে বর্ণাঢ্য সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি’সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.