|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে শ্রী নান্টু রায় হিন্দুকল্যান ট্রাষ্ট্রের ট্রাষ্ট্রী মনোনীত হওয়া বাজুয়া আয্যহরি সভার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা প্রদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২০
স্বপন কুমার রায়, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার দাকোপে বাজুয়ালাউডোব আয্যহরি সভা অংগনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মস্ত্রানালয়ের হিন্দুধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের ট্রাষ্ট্রী মনোনীত হওয়ায় শ্রী নান্টু রায়কে আজ ১৪ ফেবুয়ারী শুক্রবার বিকাল ৪ টার দিকে আয্যহরি সভার পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান করা হয়।শুরুতে সুচনা সংগীত, মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরন করে নেয় আয্যহরি সভার পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আয্যহরি সভার মহাপরিচালক শ্রী অপুর্ব কুমার রায় সাধারন সম্পাদক শ্রী নিমাই চাদ দাস,দাকোপ প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সহ- সভাপতি স্বপন কুমার রায় প্রেসক্লাবের সদস্য,দ্বিপক কুমার সরদার ও বাপ্পী রায়,এ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয্যহরি সভার মহাপরিচালক শ্রী অপুর্ব কুমার রায়ের সভাপতিত্বে ও মানষ রায়ের সন্জালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ট্রাষ্ট্রী শ্রী নান্টু রায়,আয্যহরি সভার মহাপরিচালক শ্রী অপুর্ব কুমার রায়,সাধারন সম্পাদক শ্রী নিমাই চাদ দাস,উপ মহাপরিচালক জীতেন্দ্র নাথ বিশ্বাস,প্রধান শিক্ষক সন্জয় মোড়ল,প্রধান শিক্ষক মানিক চন্দ্র গাইন,প্রাক্তন প্রধান শিকাষক স্বপন কুমার রায়,সুখেন্দু রায়,প্রধান শিক্ষক অমিও রায়,প্রধান শিক্ষক মলয় রায়,অধ্যাপক বিভুতী ভুষন সরকার,দেবাশীষ মন্ডল,ভক্তদাস সরকার,প্রিতীশ সরকার প্রমুখঃ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.