|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া :
চাঁদপুরের কচুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সেঙ্গুয়া দক্ষিন পাড়া দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম, অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক জামাল হোসেন, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারি ফজলুর রহমান, ভূঁইয়ারা সপ্রাবি'র সহকারি শিক্ষক আব্দুল আলিম, বক্সগঞ্জ সপ্রাবি'র সহকারি শিক্ষক মহিউদ্দিন, সমাজসেবক মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় সংগঠনের উপদেষ্টা বোরহান উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি এবাদুল হক, সেক্রেটারী আরিফুল ইসলাম,মসজিদের খতিব হাফেজ ওমর ফারুক, সদস্য সাঈদুল ইসলাম মামুন, জুয়েল গাজীসহ সংগঠনের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার দক্ষিন সেঙ্গুয়া দরিদ্র কল্যান সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.