|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রঙবেরঙের ফুলে ফুলে সেজেছে শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন, পরিদর্শনে মেয়র লিটন দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২০
আহসান হাবিব, রাজশাহী প্রতিনিধি ;
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রঙবেরঙের ফুলের সৌন্দর্য্যে এক নতুন রূপ পেয়েছে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। দর্শকদের কথা মাথায় রেখে বিভিন্নভাবে এই বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সৌন্দর্য্য বৃদ্ধি করা হচ্ছে। এরই মধ্যে বিস্তৃতি এলাকাজুড়ো তৈরি করা হয়েছে ফুলের বাগান। নিবিড় পরিচর্চায় বেড়ে উঠেছে নানা প্রজাতির ও দুর্ভল সব গাছ। এখন শোভা যাচ্ছে রঙবেরঙের ফুল। ফুলের মাধ্যমে সৌন্দর্য্য বৃদ্ধি ছাড়াও চলছে বিভিন্ন উন্নয়ন কাজ। এই উন্নয়ন কাজ চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ঘুরে দেখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি চলমান বিভিন্ন উন্নয়ন কাজও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাননীয় মেয়র‘র একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.