|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় খড়ের স্তুপে (ছিন) আগুন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া পৌরসভাধীন পূর্ব ছাগলনাইয়া ৩ টি খড়ের স্তুপে (ছিন) আগুন লেগে ভস্মীভুত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টায় মরহুম হেন্জু মিয়া সড়ক সংলগ্ন আবদুর রাজ্জাক মিয়াজী বাড়ির মৃত নুর আহম্মদ'র ছেলে নুরের জামান, সিরাজউদ্দৌলাহ ও বেলাল হোসেন'র ৩ টি খড়ের স্তুপে (ছিন) আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখর দেখতে পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশনে টেলিফোন করলে ঘটনা সময় থেকে প্রায় ১ ঘন্টা পর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও প্রথমে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করলেও পরে আগুন নিয়ন্ত্রন আনার জন্য ফায়ার সার্ভিস টিমদেরকে ধন্যবাদ জানান। এই ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশন'র মাস্টার রাকিবুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি (রাকিবুল ইসলাম) দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান সরকার'র নির্দেশ মতে পানুয়াঘাট মহড়া থাকার কারনে ঘটনাস্থলে আসতে দেরী হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.