|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভ্রাম্যমান আদালতে দুই বেকারির মালিককে ৭০ হাজার টাকা জরিমান
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২০
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাফি বেকারি ও মালেক বেকারির মালিকগণকে বুধবার (১২ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক জনাব নিশাত মেহের, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহজাহান রতন, এসআইটি মোঃ আহসান উদ্দিন আকন্দ ও নান্দাইল মডেল থানার এসআই মোঃ লিঠন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা মোতাবেক রাফি বেকারির মালিককে ২০ হাজার টাকা এবং একই ধরায় মালেক বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মালেক বেকারিতে উৎপাদনের অগ্রীম তারিখ, খোলা লবণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন যা মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রাফি বেকারিতেও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপণ দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করে আসছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.