|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
নাটোরের বড়াইগ্রামে ট্রলি চাপায় নিহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে ইটবাহি ট্রলি চাপায় মোয়াজ্জেম হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম ওই গ্রামের সবার হোসেনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, মোয়াজ্জেম হোসেন ট্রলির হেলপারি করতো। তারা মানইর নুর আলীর ভাটা থেকে ইট নিয়ে জোনাইল আসার পথে হঠাৎ ট্রলি থেকে ছিটকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.