|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ঘোপাল ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে মাদক মামলা
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিকসহ তিন জনের বিরুদ্ধে চট্টগ্রাম হালিশহর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি চট্রগ্রাম হালিশহর থেকে আজিজুল হক মানিক চেয়ারম্যান এর কথিত স্ত্রী রেহানা আক্তার সুমি ৫০ পিস ইয়াবা সহ হালিশহর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। তার (সুমি) স্বীকারোক্তি অনুযায়ী আজিজুল হক মানিক ও লাঙ্গলমোড়া গ্রামের মনির মেম্বারের ছেলে যুবদল ক্যাডার ইকবাল হোসেন সহ হালিশহর থানায় তিন জনের নামে মাদক আইনে গত ৭ ফেব্রুয়ারি হালিশহর থানায় মামলা হয়। মামলা নং০৯ । লাঙ্গলমোড়া গ্রামের মনির মেম্বারের ছেলে যুবদল ক্যাডার ইকবাল হোসেন কয়েক বছর আগে ও গাঁজা সহ গ্রেফতার হয়।
পুলিশ সূত্রে জানাযায় হালিশহর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক এএআই (নি:) আবুল হোসেন, সিএমপি, চট্টগ্রাম সঙ্গীয় অফিসারসহ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিরর সময় গোপন সংবাদ পেয়ে ৬ ফেব্রুয়ারি রাত ১০ টায় সময় হালিশহর থানাধীন সবুজবাগ কালী বাড়ীর পাকা রাস্তার উপর হতে ১ মহিলাকে আটক করা হয়. আটক হওয়ার পর তল্লাশি চালালে ৫০পিস এ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট'র মুল্য প্রায় ১৫,০০০ টাকা। গ্রেফতারকৃত মহিলা আসামীর তাহার ঠিকানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার নাম রেহেনা আক্তার সুমি (৩৫), পিতা- মোহাঃ মোস্তফা, মাতা-বিবি হাজেরা স্থায়ী : গ্রাম- রামপুর (পার্ট-০২) মোস্তফা সওদাগরের বাড়ি, ডাকঘর-ধর্মপুর,,থানা- ফেনী সদর, জেলা ফেনী। এবং সে তাহার হেফাজতে থাকা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য রেখেছে মর্মে স্বীকার করে। উক্ত ঘটনায় হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.