|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুরশিদ আলম নামে এক ব্যাক্তি নিহত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২০
ছাগল নাইয়া প্রতিনিধি, ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নে খুরশিদ আলম (৫৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত খুরশিদ আলম ফেনীর এক বেসরকারী হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত নুর আহম্মদ'র ছেলে নিহত খুরশিদ আলমের সাথে পুকুরের মাছ ভাগবাটোয়ারা নিয়ে একই বাড়ীর নজির আহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন'র (৫০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিন তার পুত্র মেজবা উদ্দিনসহ একদল সন্ত্রাসী লাঠি ও লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে খুরশিদ আলমের উপর আক্রমন চালায়।
এসময় খুরশিদ আলমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা, মুমর্ষ অবস্থায় গিয়াস উদ্দিনকে এলাকাবাসী উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সন্ত্রাসী হামলায় খুরশিদ আলম নিহতের সত্যতা স্বীকার করেছেন ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম ও ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.