|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
আইনশৃংখলা কমিটি'র মাসিক সভায় গ্যাস'র তীব্র সংকট নিয়ে কমিটির সভাপতি ও প্রধান অতিথির কাছে তুলে ধরেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, পৌর মহিলা কমিশনার সাহেনা আক্তার, উপজেলা সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়'র প্রধান শিক্ষক হুসেইন মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের দাপ্তরিক প্রধানগন, উপজেলা আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধি, প্রেস ক্লাব'র সভাপতি মোঃ মোস্তফা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে।
২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে কি কি করণীয় সে বিষয়ে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.