|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে হোটেল শ্রমিকের মৃতদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২০
খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি থেকে :
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের আল মদিনা হোটেলের শ্রমিক শহিদুল ইসলামের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে আটটায় হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ স্টেশন রোডের মুড়ির মেইলের পিছনের একটি বাসা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
তার বাড়ী কচুয়া উপজেলার রাজাপুর গ্রামে। শহিদুল ইসলাম একটি ব্যাচেলর বাসায় আরো ৪ শ্রমিকসহ ভাড়া থাকতো। দুই শ্রমিক দিদার ও রাব্বী বলেন, আমরা কাজে ছিলাম। রাতে বাসায় ফিরে দেখি ভিতর থেকে আটকানো। পরে পুলিশ এসে দেখে শহিদুলের ঝুলন্ত মৃতদেহ।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, শহিদুলের মৃতদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে। যায়। ময়নাতদন্ত শেষে রবিবার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.