|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জনসচেতনামূলক র্যালী ও আলোচনা সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মজিব বর্ষ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা, মাদক, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত করার লক্ষে জনসচেতনামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে র্যালীটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে প্রদর্শন শেষে কলেজ মাঠে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাদলা ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে ও কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূাইঁয়া, সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলি, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন খান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: রাকিবুল হাসান প্রমুখ। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূইয়া, ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সদাগর, নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সেলিম মিয়া, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো: সালেহ আহম্মেদ ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ কাদলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষিকা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়াঃ কচুয়ায় কাদলা ইউনিয়নে মাদক, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং মুক্ত করার লক্ষে জনসচেতনামূলক র্যালী আলোচনা সভায় বক্তব্য রাখছেন, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.