|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম মিজি ও সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম খলিল বাদল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের পক্ষে থেকে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন করেছেন, কড়ইয়া ইউনিয় ছাত্রলীগের নেতাকর্মী’রা।
রবিবার বিকালে কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. আলামগীর হোসেন ও সাধারন সম্পাদক প্রার্থী মো.শুকুর আলামের নেতৃত্বে উপজেলার সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে আনন্দ মিছিল শুরু হয়ে পালগীরি সড়কে প্রদক্ষিন শেষে পুনরায় সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম মিজি ও সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. আলামগীর হোসেন,সাধারন সম্পাদক প্রার্থী মো.শুকুর আলাম, ছাত্রলীগ নেতা আরিয়ান প্রিন্স, শফিকুল ইসলাম, মো. বিশাল আহমেদ, ফরহাদ হোসেন প্রমুখ।
এসময় কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক পাটওয়ারী, ইউপি সদস্য মো. জহিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়াঃ জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে কচুয়ার কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.