|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুর পৌরসভাধীন শহরের সব সময় পানি জমাটবদ্ধ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২০
রোকুজামান রকি, শেরপুর (বগুড়া )প্রতিনিধি,
ব্যস্ততম এলাকার এই রাস্তা আগে অনেক ভালো ছিলো কিন্তু যেদিন থেকে ,উওরা প্লাজা মারকেট এর পানি আসা শুরু করলে সেদিন থেকেই এই রাস্তার অবস্হা এমন খারাপ হয়। ,এ ব্যাপারে উওরা প্লাজা মার্কেট এর মালিক আপেল মাহমুদ আশকারীর সাথে যোগাযোগ েেরযানাযায় উওরা প্লাজা মার্কেট এ কনো ড্রেনেজ ব্যাবস্থা না থাকাই হাইওয়ে রোডের সব ড্রেনের পানির সংযোগ বিকাল বাজার ড্রেনের সাথে সংযোগ করেছে তাই তিনি এ ব্যাপারে আর বেশি কিছু না বলে নিজের দোষ অন্য মার্কেটের মালিক দের উপর চাপাচ্ছেন,বিষয়টি অতিবো জনগুরুত্ব পুর্ন,তাই কতৃপক্ষের সদায় দৃষ্টি আকর্ষন করছি,,,
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.