|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগন্জের শ্রীনগরে কমিউনিটি ক্লিনিকে বিশেষ অবদান রাখায় ক্রেষ্ট প্রদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২০
(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলায় কমিউনিটি ক্লিনিকের
মাধ্যমে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় কমিউনিটি ক্লিনিকের সভাপতি,
জমিদাতা ও সিএইচসিপিদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের
কনফারেন্স হলরুমে ক্রেষ্ট বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষন
দেন লাইন ডাইরেক্টর (সিবিএইচসি) ডাক্তার সহদেব চন্দ্র রাজবংশী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সৈয়দ রেজাউল ইসলামের
সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার (ট্রাইবাল এন্ড
আরবান হেল্থ সিবিএইচসি) ডাক্তার মো. সাইদুজ্জামান, এ সময় আরো বক্তব্য
রাখেন ঢাকা মেডিকেলের সাবেক প্রিন্সিপাল ডাক্তার আব্দুল কাদির খাঁন, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর মো. কুদ্দুস, মুন্সীগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি ও
বিবিন্দী কমিউনিটি ক্লিনিকের জমিদাতা এ্যাডভোকেট আব্দুল মতিন উজ্জ্বল,
আটপাড়া কমিউনিটি ক্লিনিকে জমিদাতা মোহাম্মদ আলী, সিএইচসিপি
মনিরা আক্তার প্রমুখ। এ সময় উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের সভাপতি,
জমিদাতা ও সিএইচসিপিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকতার্ ও
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কমিউনিটি
ক্লিনিকের সভাপতি, জমিদাতা ও সিএইচসিপিদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান
করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা
মিলি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.