|| ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সাথে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। ৭ই ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এইসময় সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহমেদ, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, রিপোর্টাস ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল, সহ-সভাপতি সাহেদ সাব্বির, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন, যুগ্ন সাধারণ সম্পাদক মহি উদ্দিন খোকন, হাজারিকা প্রতিদিনের স্টাফ রিপোটার আবদুর রহিম, মানবাধিকার নেতা আবু মুসা মোহাম্মদ তুহিন, মুরাদ সহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচিত কমিটির সদস্যরা। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের মুখপাত্র গণমাধ্যম। তাই সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত। মতবিনিময় সভায় ইউনিটির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.