|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় ডিএমপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২০
ডেমরা প্রতিনিধিঃ
"মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার "এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য রাজধানীর ডেমরা থানার উদ্যোগে ০৮ ফেব্রুয়ারি (শনিবার)ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজধানীর জনগণের জীবনমান সুরক্ষায় সেবার মান ও পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের কর্মকর্তারা। দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করেছে ডিএমপি।
ডেমরা থানার উদ্যোগে ডিএমপির প্রতিষ্ঠাবাষিকীতে অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ সময় অারো উপস্থিত ছিলেন,ডেমরা থানার অপারেশন অফিসার জনাব নুরে অালম,ডেমরা থানা কমিউনিটি পুলিশের সভাপতি অামানউল্লা অামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ অালী,
সংরক্ষিত নারী কাউন্সিলর মাহফুজা হিমেল,সাবেক কাউন্সিলর হোসনে অারা শাহীন,৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন অাহমেদ, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ প্রমুখ।এসময় অারো ও উপস্থিত ছিলেন, স্থানীয় সামাজিক,রাজনৈতিক ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
শান্তি শপথে বলীয়ান এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশের বৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল হতে জনবহুল রাজধানী ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে।
উল্লেখ্য যে,মাত্র ১২টি থানা নিয়ে ১৯৭৬ সালে গঠিত ডিএমপি বর্তমানে প্রায় ৫০টি থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.