|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আনন্দ অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রাননা,কচুয়াঃ
কাল শনিবার (৮ ফেব্রæয়ারি) নারী শিক্ষা প্রসারে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে খ্যাত কচুয়ার ‘ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ’ এর ১০বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আনন্দ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপি। বিশেষ অতিথি অধ্যাপক আলী আশরাফ এমপি( চান্দিনা), মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি (হাজীগঞ্জ-শাহরাস্তি), অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি (মতলব) ও মো: শফিকুর রহমান এমপি (ফরিদগঞ্জ)।
ওইদিনের কর্মসূচির প্রস্তুতি বিষয়ে কলেজ গর্ভনির্ংবডির সভাপতি ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো: গোলাম হোসেন গতকাল বৃহস্পতিবার কলেজ অডিটরিয়ামে এক প্রেসবিফিং প্রদান করেন। প্রেসবিফ্রিং এ তিনি বলেন, নিমন্ত্রনপত্রে উল্লেখিত অতিথিবৃন্দ ছাড়াও দেশের বেশ ক’জন বিশিষ্ট ব্যক্তি অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, আনন্দ র্যালী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বক্তব্যপর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচির সফল বাস্তবায়নে ১১টি উপ-কমিটি সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে। এ কলেজের প্রতিষ্ঠাতা বলতে কোনো বিশেষ ব্যক্তির নাম নেই। এলাকার জনগনই হচ্ছে কলেজ প্রতিষ্ঠার উদ্যোক্তা। জনগনের সহযোগিতা ও সমর্থনের ভিত্তিতে কলেজটি ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৯ সালে এ কলেজটি এমপিও ভ‚ক্তি হলেও এখনো শিক্ষকরা সরকারি বেতন ভাতা পায়নি। কলেজের শুভ্যানুধ্যায়ীদের আর্থিক অনুদানে শিক্ষকদের বেতন ভাতা প্রদানসহ সার্বিক উন্নয়ন কাজ চলছে।
উল্লেখ্য যে, ২০১১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি থেকে প্রতিবছর শতভাগ ফলাফল অর্জনসহ উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে আসছে। গত বছর (২০১৯) ও এ প্রতিষ্ঠান থেকে ৬২জন জিপিএ-৫ পেয়েছে।
কচুয়া : প্রেসবিফিং প্রদান করছেন কলেজ গভনির্ংবডির সভাপতি মো: গোলাম হোসেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.