|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া মহামায়া ফার্ম নির্মানের কারনে ৫০ পরিবার জলাবদ্ধতায় পানিবন্দি!!
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে প্রায় ৫০ পরিবার জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে আছে। জানা যায়, ভারতের ত্রিপুরা বিলোনিয়া হতে পানি আসার একটা ড্রেন ছিল, ক্ষমতা, আধিপত্যর অন্ধমোহে ড্রেনটি বাঁধ দেওয়ায় শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে প্রায় ৫০ পরিবার দিশেহারা। সরেজমিনে দেখা যায়, উক্ত ইউনিয়নের মাটিয়াগোধা ৭ নং ওয়ার্ড এর বাসিন্দারা জলাশয়'র মধ্যে জীবনযাপন কাটাচ্ছে. উক্ত ওয়ার্ডের বাসিন্দা আবদুল কুদ্দুস (৬০), মোঃ সিরাজ (৬৫), নুরের জাহান (৫৯), পারুল (৫০), সুমি (১৭) বলেন, শুষ্ক মৌসুমে আমাদের ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে আছে, আমাদের মাটির দেয়াল ঘর নিয়ে চিন্তিত হয়ে পড়েছি, যারা হাফ টিন ঘর দিয়ে বসবাস করছে তাদের জীবন আরো দুর্বিষহ। উঠানে, রান্নাঘরে পানিবন্দি থাকায় রান্নার কাজ করতে রীতিমত হিমশিম হতে হচ্ছে. স্থানীয়রা জানান ভারত থেকে যে পানি গুলি আসত সেটার জন্য একটা ড্রেন ছিল অনেক আগেই থেকে, কিন্তু গত কয়েক বছর ধরে জোরজবরদস্তি ও আইনের তোয়াক্কা না করে ফার্ম নির্মান ও ড্রেনটি বন্ধ করে দেওয়ায় প্রায় ৫০ পরিবার রীতিমত জলাশয়'র মধ্যে জীবন যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে.
মহামায়া ইউনিয়নের আ'লীগ সভাপতি শাহজাহান মিনু'র বিরুদ্ধে ফার্ম নির্মান ও ড্রেনটি বাঁধ দেওয়ার অভিযোগ করেছেন উক্ত ওয়ার্ড বাসিন্দারা (নাম প্রকাশে অনিচ্ছুক) অনেকেই বলেন শাহজাহান মিনু'র কাছে যেন ৭ নং ওয়ার্ডবাসি জিম্মি হয়ে আছে, প্রতিবাদ করতে গেলে হামলা মামলা সহ উচ্ছেদ'র হুমকি দেয় বলে অভিযোগ করেন।
এই ব্যাপারে অভিযুক্ত উক্ত ইউনিয়ন'র আ'লীগ সভাপতি শাহজাহান মিনুকে জিজ্ঞেস করা হলে তিনি গনমাধ্যমকে বলেন, তাঁর বিরুদ্ধে (শাহজাহান মিনু) আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট, সে আরো বলেন পৈত্রিক ও কেনা সম্পত্তিতে বাঁধ দিয়েছি, কার কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। একসময় গনমাধ্যমের সামনে ওয়ার্ডবাসির সাথে অকথ্য ভাষায় গালাগালি ও খেলা হবে বলেও হুমকি প্রদান করেন আ'লীগ সভাপতি শাহজাহান মিনু।
ভুক্তভোগিরা উক্ত সমস্যা সমাধান এর জন্য প্রসাশন'র হস্তক্ষেপ কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.