|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
এম আখতার হোসাইন তেতৈয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার উত্তর ইউনিয়নের তেতৈয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বুধবার (৪ ফেব্ররুয়ারি) বিকালে প্রতিষ্ঠান প্রধানের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এম আখতার হোসাইন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা,আবুল বাশার, যুবলীগ নেতা, আবু ছালে, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ডাঃ আবু ইউসুফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি এম আখতার হোসাইন মজুমদার জানান, লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করাসহ মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই। মাদ্রাসায় শিক্ষার্থী বাড়ানোর জন্য এলাকাবাসীর সহযোগীতা কামনা করি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.