|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সেন্টমার্টিন দ্বীপে পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলেন আইজিপি জাবেদ পাটোয়ারী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২০
- হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::
দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজার টেকনাফের সেন্টমাটিনে নব-নির্মিত দৃষ্টিনন্দন পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস ভবন ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২ টার দিকে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উদ্বোধন করেন। এর আগে ৫ ফেব্রুয়ারি সকালের দিকে কক্সবাজার থেকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট দিয়ে সেন্টমাটিনের উদ্দ্যােশে রওয়ানা হন। তিনি সেখানে দুপুরের দিকে পৌঁছে সরাসরি উদ্বোধনী অনুষ্টানে যান।
জানা যায়, পুলিশের মহাপরির্দশক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বুধবার (৫ ফেব্রুয়ারী) পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্ধোধন শেষে সেন্টমাটিনে রাত্রী যাপন করবেন এবং ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেন্টমার্টিনদ্বীপ ত্যাগ করবেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার)পিপিএম, অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসনে খান পিপিএম, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসন বিপিএম (বার), টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাসসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতার্গণ।
এর আগে গত ১ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসনে বিপিএম (বার) সেন্টমার্টিন দ্বীপ নব-নির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস পরির্দশনে যান। পরির্দশন কালে তিনি টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এবিএম দোহা, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরির্দশক ফজলুল আলমসহ উপস্থিত অন্যান্যদের উদ্বোধনে’র বিষয় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
উল্লেখ্য, বিগত ২০১০ সালের ৩১ জানুয়ারী তৎকালীন পুলিশের (আইজিপি)নুর মোহাম্মদ সেন্টমার্টিন দ্বীপে নব-নির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস নিমার্ণ কাজের আনুষ্টানিক উদ্বোধন করেছিল। এর আগে ২০০৯-২০১০ র্অথবছরে পুলিশ বিভাগের বাস্তবায়নে ২১ লক্ষ ৫০ হাজার টাকা চুক্তি মুল্যে সীমানা প্রাচীর নিমার্ণ করা হয়েছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.