|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাসদ ছাগলনাইয়া উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আবদুল হাই সম্পাদক সোহাগ
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ শ্রমজীবি, কর্মজীবি, পেশাজীবি, জনগন এক হও, সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ'র) ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু'র সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল'র প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-১ আসন'র সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটি'র সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ ফেনী জেলা সভাপতি কাজী আবদুল বারী ও সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল, উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী।
উপজেলা জাসদ সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলাহ পাটোয়ারী'র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবুল্লাহ হোসেন চৌধুরী বাদশা, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুঁইয়া, ফুলগাজী জাসদ সাধারণ সম্পাদক বিনোধ বিহারী বিশ্বাস, পরশুরাম জাসদ সভাপতি মোশারফ হোসেন সহ প্রমুখ
উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন'র পর সভাপতি পদে মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম সোহাগ, যথাক্রমে ১ নং সহ-সভাপতি পদে মোঃ আলী, ২ নং সহ-সভাপতি মাহমুদা আক্তার, ৩ নং সহ-সভাপতি পদে সিরাজউদ্দৌলাহ পাটোয়ারীর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবদুল্লাহ ভুঁইয়া, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুঁইয়া, অর্থ সম্পাদক আজিমুল হক'র নাম ঘোষনা করেন উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি শিরীন আখতার এমপি।
উপজেলা জাসদ'র ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২০ অনুষ্ঠানে এতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, রাধানগর ইউপি জাসদ সাধারণ সম্পাদক আবদুল্লাহ রিপন, উপজেলা সকল মুক্তিযোদ্ধাগন, উপজেলা জাসদ'র সকল ইউনিয়ন থেকে আগত নারী সংঘটনের নেত্রীবৃন্দ ও জাসদ'র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.