|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল হযরত ওমর ফারুক (রা:) নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার পালাখাল গ্রামে দ্বীনি শিক্ষায় আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয়েছে হযরত ওমর ফারুক (রা:) নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা। ২০১৬ সালে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম পাটওয়ারী এই এতিম খানা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআনী হাফেজ,দ্বীনী শিক্ষা গ্রহন করছেন। তবে এলাকার জনপ্রতিনিধি ইমাম হোসেন সোহাগ সহ সমাজের বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে চলছে মাদ্রাসার কার্যক্রম। মাদ্রাসার সুরক্ষার জন্য একটি বাথরুম,টয়লেট সহ বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতার এই শৌচাগারটি নির্মানের জন্য আর্থিক অনুদান দেন। তবে শৌচাগারটি নির্মান করতে অনেক অর্থের প্রয়োজন। তাই এলাকার জনপ্রতিনিধি,সমাজসেবক ও বিত্তবানদের মাদ্রাসার শিক্ষার্থীদের শৌচাগারটি নির্মানের জন্য আর্থিক সহযোগিতা করতে আহ্বান জানান মাদ্রাসার সভাপতি মজিবুর রহমান ও সাধারন সম্পাদক মাহবুব আলম।
তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি দ্বীনি শিক্ষায় আলো ছড়াচ্ছে। তাই শৌচারটি নির্মানে সবাইতে ঐক্যবদ্ধ হয়ে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.