|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে একরাতে ৯ স্থানে চুরি – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২০
খালেকুজ্জামান শামীম: চাঁদপুরের হাজীগঞ্জে ৯ স্থানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। নয স্থানে নগদ দেড় লাখ টাকা
জানাযায়, সোমবার গভীররাতে চোর চক্র হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নদীরপাড়ে সর্দার বাড়ির ফারুকের দোকান, সর্দার বাড়ির সামনে ফারুক ফরাজীর দোকান, টেকের বাজারে আরিফ শিং ও আক্তার হোসেন সর্দারের দোকান, সাহেব বাড়ির খোকনের দোকান, তাজু মোল্লা ও হাসান মোল্লার দোকান এবং ডাকাতিয়া নদীর উত্তর পাড়ের মোরশেদের দোকান ও এনায়েত পুর গ্রামের রব মিয়ার একটি অটোরিক্সা চুরি হয়েছে।
মোহাম্মদপুর গ্রামের টেকের বাজারের মুদি দোকারদার আকতার হোসেন জানান, আমার দোকানের তালা ভেঙ্গে নগদ ২ হাজার টাকা নিয়েছে কোন মালামাল নেয়নি। তাজু মোল্লা জানান, দোকানের তালা ভেঙ্গে ডুকে আমার জ্যাকেট নিয়ে যায় ওই পকেটে ৫ হাজার টাকা ছিল।
চোর চক্র সব দোকানে তালা ভেঙ্গে ডুকে শুধু নগদ টাকা হাতিয়ে নিয়েছে। কোন মালামাল চুরি হয়নি।
জানতে চাইলে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি দৈনিক বাংলার অধিকার কে বলেন, ঘটনাটি জেনেছি, পুলিশ পাঠিয়েছি। মামলা করলে ব্যবস্থা নিব। সেখানে টহল পুলিশের টহল বৃদ্ধি করব।
উল্লেখ্য, এ এলাকায় বখাটেদের আড্ডা বেশি। নিয়ন্ত্রনহীন তারা। বিষয়টি দ্রুত দেখা দরকার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.