|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় অবৈধ দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় অবৈধ দুই ইটভাটাতে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমার নেতৃত্বে উপজেলার ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে কচুয়ার বাছাইয়া পালাখাল এলাকার আলী আশরাফ মিয়ার মেসার্স এসএবি ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং কচুয়ার কৈটোবা খাজুরিয়া বাজারের মেসার্স এমএস ব্রিক্সকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ ও নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ জানান, চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনায় অব্যাহত থাকবে।
ছবি : কচুয়ায় অবৈধ ইটভাটায় ভ্রম্যমান আদালত পরিচালনার একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.