|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজী প্রেসক্লাব’র সাধারন সভায় ঢাকা সিটি নির্বাচনে সাংবাদিকদের উপর হামলার নিন্দা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজী প্রেসক্লাব'র মাসিক সাধারন সভা ৩ই ফেব্রুয়ারী সোমবার বিকেলে দৈনিক ভোরেরকাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাব'র যুগ্ন সাধারণ সম্পাদক বাহার উল্লাহ বাহার, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি মহিউদ্দিন খোকন, নির্বাহী সদস্য ও সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েল, ডা. শুকলাল দেবনাথ, আফতাব হোসেন মমিন ভূঁঞা, কমরেড আবু তাহের, আবু মুছা মোহাম্মদ তুহিন প্রমুখ ।
বক্তারা বলেন- মুজিববর্ষ উপলক্ষে পুর্ব ঘোষিত সোনাগাজী প্রেসক্লাবের সকল কর্মসুচি সফল করতে হবে।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.