|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ৭২ টি কেন্দ্রে শান্তিপূূর্ন পরিবেশে এস এসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২০
সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সুষ্ঠ, শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের মত এস,এস,সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলায় এস,এস,সি ও সমমানের পরীক্ষায় ৭২টি কেন্দ্রে ৩৩ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এর মধ্যে এস,এস,সি ২৫ হাজার ১৪জন, দাখিল ৬ হাজার ৪৯৮জন ও ভকেশনাল ২ হাজার ২০৩জন। জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদ নওগাঁ জিলা স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কড়া অবস্থানে আছে। যাতে কেউ প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোন গুজব ছড়াতে না পারে সেদিকে প্রশাসনের নজর রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জেলা প্রশাসন জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.