|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে শান্তির চেষ্টা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২০
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অন্যতম অরাজনৈতিক সামাজিক সংগঠন শান্তির চেষ্টা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।৩১জানুয়ারি শুক্রবার ফরিদপুর জেলার সদরপুর থানার নন্দলালপুর চরে এই বনভোজনের আয়োজন করা হয়।বনভোজনে শান্তির চেষ্টা’র সকল সদস্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন।বনভোজনে চরের মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো।
দিনব্যাপী খেলাধুলায় মেতেছিলেন সবাই।দুপুরের খাবারের পর লটারি ও কুইজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।শেষে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে শান্তির চেষ্টা’র পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.