|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ার সাচার ডিগ্রি কলেজে শিক্ষকের বিদায় সংবর্ধনা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার সাচার ডিগ্রী কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক সমীরন চন্দ্র ঘোষের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও শিক্ষার মান্নোয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংবর্ধনা সভায় কলেজের অধ্যাক্ষ মো. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন, কলেজের উপাধ্যক্ষ মহাসিন কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন মেহেদী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা কাজল রেখা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.