|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এই মুহূর্তে ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হবার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা এখন 'স্থিতিশীল' রয়েছে বলে দলে পক্ষ থেকে জানানো হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিবিসি বাংলাকে বলেন, শুক্রবার সকাল ১০ টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সভায় যোগ দিতে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। একই সাথে মি: কাদের উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের চিকিৎসকরা মি: কাদেরকে চিকিৎসা দেন।
বিপ্লব বড়ুয়া বলেন, " এই মুহূর্তে আমরা যতটুকু ডাক্তারদের কাছ থেকে শুনেছি যে তিনি স্থিতিশীল আছেন। আমি নিজেও ওনার সাথে দেখা করেছি। উনি সম্পূর্ণ শঙ্কামুক্ত।"
"ঠাণ্ডাজনিত কারণে ওনার শ্বাসকষ্ট হয়েছিল। বলতে পারি যে তিনি সৃষ্টিকর্তার কৃপায় উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। "
চিকিৎসকদের উদ্ধৃত করে মি: বড়ুয়া বলেন, আগামীকাল নাগাদ ওনাকে কেবিনে স্থানান্তর করা হবে।
গত বছরের মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ওবায়দুল কাদের। তখন উন্নত চিকিৎসার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়।
শুক্রবার সকালে শ্বাসকষ্ট নিয়ে মি: কাদের হাসপাতালে ভর্তি হবার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উদ্বেগ দেখা দেয়।
"মানুষের মনে শঙ্কা ছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন চিকিৎসকদের সাথে এবং আমাদের দলীয় নেতাদের সাথে," বলছিলেন মি: বড়ুয়া।
চিকিৎসকরা বলেছেন, মি: কাদেরের পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।
চিকিৎসকদের উদ্ধৃত করে মি: বড়ুয়া জানান, যথেষ্ট বিশ্রাম নিলে ওবায়দুল কাদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.