|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ৫নং মহামায়া ইউনিয়ন পশ্চিম দেবপুর এলাকায় কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে ১ ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় মহামায়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।
উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া জানান, বিকাল সাড়ে ৪ টায় দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ''বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০" এর অধীনে ঐ এলাকার মৃত: আবুল কালাম'র ছেলে শাহদাত হোসেন (২৮) কে নগদ ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন. এছাড়াও একটি স্কাভেটর জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় এতে আরো উপস্থিত ছিল মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবুল্লাহ বাদশা চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.