|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে সরস্বতী পূজা উদযাপন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়াঃ
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওই কলেজের পূজামণ্ডপ। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। পূজামণ্ডপগুলো দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীদের বিদ্যাচর্চার সূচনা করা হয় । এদিকে সরস্বতী পূজামূন্ডপে মন্ত্র পাঠ করান পন্ডিত জহর লাল ঠাকুর।
এসময় কলেজের সহকারী অধ্যাপক রঙ্গলাল দত্ত, জীববিদ্যা প্রদর্শক বিধান চন্দ্র সরকার,অফিস সহকারী পশুরাম মজুমদার,মানিক চন্দ্র রায়,সুমন চন্দ্র দাস,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,কলেজ শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.