|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফার সভাপ্রধানে সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ একেএম রুহুল আমিন রুশদী, গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি আলী আশ্রাফ মুন্সী, ওস্তাজুল ওলামা মাও: আজগর আহদে, উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জাকির হোসেন সরকার প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ছবি: মেঘদাইর ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন, অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.