|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজার ও বাংলাবাজার নামক স্থানে বুধবার (২৯ জানুয়ারী) দুপুর ১ টায় থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ছাগলনাইয়া থানাধীন বাংলাবাজার 'করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ আইনের ধারায়' হাকিম 'স' মিলস্ কে নগদ ৫০০০ টাকা ও ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে উত্তর পার্শ্বে মেয়াত্তোর্নীয় পশু খাদ্য রাখার অপরাধে পাটোয়ারী কৃষি বিতানকে ভোক্তা অধিকার ২০৯ এর ৫১ ধারায় ৫০০০ টাকা এবং সরকারি জায়গা দখল করে পসরা বসানোর অপরাধে স্থানীয় সরকার পৌরসভার ২০০৯ এর আইনের ধারায় বিসমিল্লাহ্ স্টোরকে নগদ ২০০০ টাকা সহ মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধান সড়কের পার্শ্বে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন পসরা সাজিয়ে ব্যবসা করছে তাদেরকে অনতিবিলম্বে দখলমুক্ত করার আহবান জানান, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এতে সহযোগিতায় ছিলেন ছাগলনাইয়া থানা উপ পরিদর্শক মোঃ শেখাব উদ্দিন সেলিম, মোবাইল কোর্টে'র পেশকার বাপ্পীরাজ দাস ও আবদুর রহিম শিমুল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.