|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জাপানী ইঞ্জি.জসিম উদ্দীন গোল্ড কাপ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল সম্পন্ন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার ও আনন্দ উৎসব পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ইঞ্জি. মো: জসিম উদ্দীন প্রধানের উদ্যোগে জাপান প্রবাসী ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বিকালে চাঁদপুরের কচুয়ার মালিগাঁও গ্রামে বর্ণাঢ্য আয়োজনে এ ফাইনাল টুর্ণামেন্টে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ইঞ্জি. জসিম উদ্দীন প্রধান আমাদের এলাকার গর্ব। তিনি সূদুর প্রবাসে থেকেও যুুব সমাজকে বিপথগামী থেকে রক্ষা করতে খেলাধুলার আয়োজন ও নানামুখী কর্মসূচি গ্রহন করেছেন। আমি এলাকাবাসীর পক্ষে তার এ উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি তিনি আগামীতে এলাকার উন্নয়নের পাশাপাশি খেলাধুলা তথা সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে আশাবাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফা শরীফ টিটু,ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান,বাবুল হোসেন মিয়াজী,সমাজ সেবক আলম বেপারী,হযরত আলী মেম্বার,শাহজালাল মৃধা প্রমুখ। খেলায় কচুয়া একাদশকে হারিয়ে দাউদকান্দি একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। খেলায় ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন জনপ্রিয় ক্রীয়া ভাষ্যকর মো: কবির হোসেন ও মো: আব্দুল্লাহ মাষ্টার। এসময় এলাকার শতশত ক্রীড়া প্রেমী খেলাটি উপভোগ করেন। খেলায় স্থানীয় ভাবে সার্বিক সহযোগিতা করেন মালিগাঁও তরুন সংঘ ও এলাকার যুবসমাজ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.