|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানাঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক অ্যাড. ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও বিদায়ী দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তেব্য রাখেন, নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বাবু প্রান দেব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন, বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার সিকদার,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মোস্তফা জামান মুন্সি, অভিভাবক সদস্য মো. আমান উল্লাহ, আমির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহ নেয়ামত শাহ জামে মসজিদের ইমাম মাও. শফিকুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.