|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার বড়দৈল ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মিলাদ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২০
মোঃ মাসুদ রানাঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রসাার সুপার ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ইউপি চেয়ারম্যান মোস্তাফজিুর রহমান জুয়েল।
মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা শরীফ,সাবেক ইউপি সদস্য হযরত আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুকুল ইসলাম,মোস্তক আহমেদ তালুকদার,সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, বানিয়াপাড়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশেমী।
একই দিনে দক্ষিন বড়দইল মুয়াল্লিম দাখিল তেফলিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সুপার আলমগীর হোসেন মিয়ার সভাপতিত্বে ও সহ. সুপার মো: মফিজুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় প্রধান মেহমান হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশেমী। এসময় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ মজুমদার, বাবুল হোসেন,আবু ইউসুফ,শিক্ষক তাছলিমা বেগম ও শামীমা আক্তারসহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.