|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
কচুয়ায় মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ।
পক্ষ /বিপক্ষ দল ঘঠন করে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগীতার বিষয় ছিল “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে”।
এর পক্ষে লটারীর মাধ্যমে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীবৃন্দ লড়াই সাথে এবং দুই দলই বিভিন্ন যুক্তির মাধ্যমে বিচারক এবং উপস্থিত সকলকে বোঝানোর চেষ্টা করেছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের, সহকারী প্রধান মো. মিজানুর রহমান সরকার, সিনিয়র শিক্ষিকা জেসমি আক্তার, সহকারী শিক্ষক মো. আবুল হাসানাত, শাহ মোহাম্মদ এমরান পাশা, মাওলানা মো. আবু বকর নোমান,মো. ফারুক হোসেন বিএসসি, অফিস সহকারী মো. ওমর ফারুক।
বিতর্ক প্রতিযোগীতার অনুষ্ঠানের আগে বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
দোয়া মিলাদ মাহফিলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো.
দেলোয়ার হোসেন মিয়াজী, মো. মনির হোসেন সরকার, বিশিষ্ট সমাজ সেবক ডা. এনামুল হক মিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.