|| ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
লামায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২০
বেলাল আহমদ,চট্রগ্রাম ব্যুরো :
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়া এলাকায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। একই সময় পরকীয়া প্রেমিক মো. মিজানকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) গভীর রাত ৩টায় ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত স্ত্রী শাহীনা আক্তার (২৬) তেলুনিয়া পাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। ঘাতক জাকির হোসেন তেলুনিয়া পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে। তিনি আজিজনগর পুলিশ ফাঁড়িতে আটক আছেন।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.